চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগেরসহকারী অধ্যাপক মোছা: হোসনে আরা বেগম (রুবি) কে মাস্ক উপহার দিয়ে অবসরকালিন বিদায়ী সম্বর্ধনা জানালেন, কলেজেরসভাপতি ও উপজেলানির্বাহীঅফিসার মো. মাহবুবুর রহমান। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী অনুষ্ঠানে তাঁকে ১বাক্স মাস্ক উপহার প্রদান করাহয়। এ সময়উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটিক মান্ডার মোজাফ্ফর আহমেদ, সাবেক উপজেলা কমান্ডার আব্দুররহিম, বীর মুক্তিযোদ্ধা আবুতাহের, বীরমুক্তি যোদ্ধা আব্দুলহাই, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুলইসলামসাবু প্রমূখ উপস্থিত ছিলেন।