ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার : এফআইভিডিবি রিড প্রকল্পের পড়তে শেখার নির্দেশনা ও মূল্যায়ন বিষয়ক ৩ দিনব্যাপী সঞ্জিবনী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গত ৩০ জুলাই রবিবার থেকে ১ আগষ্ট মঙ্গলবার পর্যন্ত।
“উন্নয়নের অগ্রযাত্রায় পঠন দক্ষতার প্রসার”- এই শ্লোগানকে সামনে রেখে গত ১৫ জুলাই থেকে এফআইভিডিবি পরিচালিত রিড (জঊঅউ) প্রকল্পের বাহুবল রিড অফিসের আওতাধীন হবিগঞ্জ জেলায় বাহুবল ও চুনারুঘাট উপজেলার ৬৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৩য় শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদানকারী ১শ ৪৮ জন সহকারী শিক্ষকের জন্য চলমান ৩ দিনব্যাপী সঞ্জিবনী প্রশিক্ষণের ধারাবাহিকতায় চুনারুঘাটে অনুষ্ঠিত এটি ৫ম ব্যাচের প্রশিক্ষণ।
গত ৩০ জুলাই রবিবার চুনারুঘাট উপজেলা রিসোর্স সেন্টারে ৫ম ব্যাচের এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাবউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিড প্রকল্পের প্রকল্প সমন্বয়ক দেবাশীষ দত্ত প্রবাল, সেভ দ্য চিলড্রেন এর প্রকল্প কর্মকর্তা নেয়ামত হোসেন, রিডিং এর সিনিয়র টেকনিক্যাল অফিসার নুরুল ইসলাম রাসেল।
উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ ও চুনারুঘাট ইউআরসি ইন্সট্রাক্টর আব্দুস ছামাদ। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এফআইভিডিবি পরিচালিত রিড প্রকল্পের বাহুবল রিড অফিসের টেকনিক্যাল অফিসার মোঃ জামাল উদ্দিন (টিম লিডার- বাহুবল), টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুস সেলিম আকাশ ও টেকনিক্যাল অফিসার উত্তম কুমার গোয়ালা। আজ ১ আগষ্ট মঙ্গলবার এ সঞ্জিবনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ, বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট ইউআরসি ইন্সট্রাক্টর আব্দুস ছামাদ ও সেভ দ্য চিলড্রেন এর প্রকল্প কর্মকর্তা নেয়ামত হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিড প্রকল্পের বাহুবল রিড অফিসের টেকনিক্যাল অফিসার মোঃ জামাল উদ্দিন (টিম লিডার- বাহুবল)।
প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর পড়তে শেখার সামর্থ্য বৃদ্ধির জন্য শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নের ধারাকে বেগবান করা ও শিক্ষার্থীর পড়ার সামর্থ্যরে স্তরভিত্তিক পঠন সামগ্রী শেণীকক্ষে ব্যবহারে শিক্ষকগণকে দক্ষ করে তোলা এবং পড়ার সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীর পাঠাভ্যাস সৃষ্টিতে প্রয়োজনীয় সহায়তা করা। যার ফলে, সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের পঠন দক্ষতা ও পাঠের অভ্যাস বৃদ্ধি পাবে এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমবে।
উল্লেখ্য, রিড (জঊঅউ) প্রকল্পের কারিগরি সহায়তা প্রদান করে সেভ দ্য চিলড্রেন এবং আর্থিক সহায়তায় রয়েছে ইউএসএইড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *