চুয়াডাঙ্গা প্রতিনিধি :-
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুবপুর গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত (৫০) বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে যদুবপুর গ্রামের একটি পুকুরে বৃদ্ধা নারীর লাশ ভাসতে দেখে গ্রামবাসী বেগমপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, নিহত বৃদ্ধা বুদ্ধি প্রতিবন্ধী বলে জানা গেছে। বেশ কয়েকদিন ধরে তিনি এ এলাকায় ঘোরাফেরা করছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।