নাগেশ্বরী থেকে মসলেম উদ্দিন :
কুড়িগ্রামের কচাকাটার বল্লভেরখাস ইউনিয়নে ৪নং ওয়ার্ডে গাবতলা ডাক্তার পাড়া গ্রামের অগন্তি বিবি, স্বামী মৃত ফজর আলী, বয়স আইডি অনুযায়ী ৭৬ বছর (বাস্তবে ৮৫ বছর) হলেও তার কপালে জোটেনি কোন ভাতা বা সরকারী অনুদান। দারিদ্রতায় জর্জরিত জীবন যুদ্ধে পরাজিত হননি। ভিক্ষা বৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। তার সাথে কথা বলতে গেলে কান্নায় ভেঙ্গে পরে। দারিদ্রতায় জর্জরিত হয়ে জীবন যুদ্ধে পরাজিত না হয়ে ভিক্ষা বৃত্তি করে কোন রকমে দিন চলে তার। চেয়ারম্যানের কাছে বার বার ধন্না দিয়ে ভাগ্যজোটেনি তার বয়স্ক ভাতার কার্ড। তাই সচেতন মহলের প্রশ্ন আর কত বছর বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পাবে ঔ অগন্তি বিবি। অত্র এলাকার সচেতন মহল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা ইউনিয়ন পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছেন।