কলমে – মোল্লা হারুন উর রশীদ,
তালের গাছে চড়ে তেল মারো
টাল মাটাল হেলে
তাল গাছ ধরো।
ঈশান চলে উদ্ধ গগনে
টিল থাই নাই পারে।
দিন যায়
বছর যায়
চেয়ে থাকি মোরা
তেল মেরে মেরে।
মাথায় মন্ড
দেখিয়াও দেখিনা
ওরা তো ভন্ড!
সমাজটা করছে ওরা তেল মেরে মেরে
সবদিকে হচ্ছে লন্ড ভন্ড!
নজরুলের কলমের
দোয়াতের কালি ভরে
শিকল গুলি, বিকল করে
লিখে যাও মুজলুম
ভেঙ্গে করো চুরমার।
মুষ্ঠি হাতে ধরো
তোমার অধিকার।
ওরা এক কাতারে দারিয়ে
দিবেনা তোমার অধিকার।
চৈত্রের খরতাপে পুড়ে যাবে ওরা
তবুও জানাই তাদের ধিক্কার।