জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতকঃ
ছাতকের ধারন জয়েন্ট ক্লাব আয়োজিত ১১তম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় উপজেলার ধারনবাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইন্যাল খেলায় মুখোমুখি হয় শহীদ মুসলিম ক্লাব আলমপুর ও পঞ্চগ্রাম আদর্শ স্পোটিং ক্লাব জালালাবাদ । বিপুলসংখ্যক দর্শকদের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলার নির্ধারিত সময়ের মধ্যে ১-০ শহীদ মুসলিম ক্লাব আলমপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পঞ্চগ্রাম আদর্শ স্পোটিং ক্লাব জালালাবাদ।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান-১৭ ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ছাতকের ক্রিড়াঙ্গনে জাগ্রত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, করোনার পাদূর্ভাব থাকায় দীর্ঘ দিন খেলা ধুলা বন্ধ ছিল। এলাকার যুবসমাজের উদ্যোগে ধারন জয়েন্ট ক্লাব আয়োজিত ১১তম ফুটবল টুর্ণামেন্টের শুভ সূচনার পর কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে সফল ভাবে ফাইনাল ম্যাচ সম্পন্ন করায় টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ছাতকের হারিয়ে যাওয়া ফুটবলের গৌরবোজ্জল ইতিহাস ফিরিয়ে আনতে হবে। এ জন্য এলাকার সকল ক্রিড়ামোদি মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি। জয়েন্ট ক্লাবের সভাপতি ইউপি সদস্য আসকর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল খয়েরের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবজাদা আলি আব্বাসউদৌলা, ছাতক পৌর সভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন মিয়া, সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, গোবিন্দগঞ্জ- সৈদরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, শন্তিগঞ্জ উপেজেলার দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, লন্ডন প্রবাসী মদব্বির আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ছায়াদুর রহমান ছায়াদ, নূতন বাজার বহুমূখী উচ্চ বিদ্যালায়র প্রধান শিক্ষক বরুন কান্তি দাশ গুপ্ত, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরন, আওয়ামীলগ নেতা আশিকুর রহমান ও যুবলীগ নেতা দিলোয়ার হোসেন চয়ন প্রমূখ।
খেলা পরিচালনা করেন, আব্দুল ওয়াহাব হিরন। এবং সহকারি পরিচালকের দায়িত্ব পালন করেন আনোয়ার হোসন ও কবির মিয়া।
সভা শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরষ্কার দু”টি মোটরসাইলে ও রানার্সআপ দলকে দু”টি ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল ও বিশেষ অতিথি নবাবজাদা আলি আব্বাসউদৌলা সহ অাথিতি বৃন্দ। এর আগে, খেলা আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান কর হয়।
এদিকে, সকালে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও জাতীয় দৈনিক মানব কন্ঠ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাথে নিয়ে উপজেলার সুফীনগর এলাকায় শাহ সুফী মুজাম্মিল আলী (রঃ) এর মাজার জিয়ারত শেষে শাহ সুফী মুজাম্মিল আলী (রঃ) দাখিল মাদ্রাসা ও এতিম খানা পরিদর্শন করেন, নবাবজাদা আলি আব্বাসউদৌলা। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মানিক মিয়া সহ শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদান করেন নবাবজাদা আলি আব্বাসউদৌলা