জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
সুনামগঞ্জের ছাতকে ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ই এপ্রিল। ইউপি নির্বাচনের প্রথম ধাপে ওইদিন দেশের ৩২৩ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ১৭ ফেব্রুয়ারি বুধবার নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার গণমাধ্যমকে জানিয়েছেন। ১১ এপ্রিল দেশের ৩২৩ টি ইউনিয়নে নির্বাচনের মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই, সিংচাপইড় ও ভাতগাও ইউনিয়ন রয়েছে। নির্বাচন কমিশনের এ ঘোষনার পর থেকে তৎপর হয়ে উঠেছেন ছাতকের ৩টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা।অব্যাহত রেখেছেন নির্বাচনী প্রচার-প্রচারণা।

উপজেলার নোয়ারাই ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থী প্রচারণায় রয়েছেন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা (আওয়ামীলীগ), সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল (আওয়ামীলীগ), মোশাহিদ আলী(আওয়ামীলীগ), বর্তমান মেম্বার শামছুর রহমান (আওয়ামীলীগ), মোশারফ হোসেন (বিএনপি) ও নাসির উদ্দিন (স্বতন্ত্র) রয়েছেন। বিগত নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে ভোটার সংখ্যা ছিলো ২৪ হাজার ৪৫১ জন। আসন্ন নির্বাচনে ভোট কর্তন ও নতুন ভোট সংযুক্ত হয়ে ভোটার সংখ্যা ২৬ হাজারের অধিক হতে পারে।

সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী (আওয়ামীলীগ), আতিকুল ইসলাম আশিক(আওয়ামীলীগ), সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী (আওয়ামীলীগ), আমজাদ হোসেন আশকর (আওয়ামীলীগ), ফারুক আহমদ (আওয়ামীলীগ), সায়েম আহমদ (বিএনপি), আশকর আলী (বিএনপি)। ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেল (আওয়ামীলীগ) প্রার্থী হতে পারেন বলেও জানা গেছে। সিংচাপইড় ইউনিয়নে বিগত নির্বাচনে ভোটার ছিলো ১৫ হাজার ২৭৬ জন। আসন্ন নির্বাচনে ভোট কর্তন ও নতুন ভোটার সংযুক্ত হয়ে ভোটার সংখ্যা দাঁড়াতে পারে সাড়ে ১৬ হাজারে।

ভাতগাও ইউনিয়নের নির্বাচনে প্রার্থী হতে যারা দৌড়ঝাপ শুরু করেছেন তাদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার (আওয়ামীলীগ), সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া (আওয়ামীলীগ), ফয়জুল বারী (আওয়ামীলীগ), দবিরুল ইসলাম (আওয়ামীলীগ), মুজিব মালদার (আওয়ামীলীগ) ও এসএম ছমরু মিয়া (বিএনপি)। এ ইউনিয়নে বিগত নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১৯ হাজার ২৩৩ জন। আসন্ন নির্বাচনে ভোট কর্তন ও নতুন ভোটার সংযুক্ত হয়ে ভোটার সংখ্যা দাঁড়াতে পারে সাড়ে ২০ হাজারে।

ছাতক উপজেলা নির্বাচন অফিসার ফয়েজুর রহমান জানান, নির্বাচনের তপশীল এখনো ঘোষণা হয়নি। ৫ মার্চ তপশীল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ৩টি ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত কোনো অফিস আদেশ তাঁর কার্যালয়ে এখনো পৌছায় নি। নির্বাচন ব্যালট না ইভিএম পদ্ধতিতে হচ্ছে এ বিষয়েও কোনো সিদ্ধান্ত আসেনি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন