জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে নোহা গাড়ীসহ শিশু অপহরণকারীকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পাঁচ বছরের শিশুসহ গাড়ীটি অপহরণকারীর কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয় ছাতক থানা পুলিশ।
অপহরণের খবর পেয়ে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ও এসআই মুহিন উদ্দিন শিশু ও গাড়ী উদ্ধারের অভিযানে নেমে পড়েন। পুলিশের কাজে সহযোগিতা করেন ইশতিয়াক রহমান তানভীর। খুব দ্রুত সময়ের ভিতরে পুলিশ অপহরণকারী রুকন আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সে উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা ও কুটি মিয়ার পুত্র। নোহা গাড়ীটি সিলেটনগরীর কদমতলি এলাকা থেকে আর শিশু হালিমাকে উদ্ধার করা হয়েছে শহরের গোটাটিকর এলাকা থেকে। প্রসঙ্গত, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জের ডাচ বাংলা ব্যাংকের সামন থেকে নোহা গাড়ী (নং-ঢাকা মেট্রো চ-৫৩-১২১৫) ও গাড়ীতে থাকা পাঁচ বছরের শিশু হালিমা অপহরণ হয়।
ওই গাড়ীর মালিক ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা এবং শিশু হালিমা তারই ভাতিজি। অক্ষত অবস্থায় শিশু হালিমাকে উদ্ধার করতে পারায় ছাতক থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন আওলাদ আলী রেজার পরিবার সহ স্থানীয় এলাকাবাসী।