ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতির বার্ষিক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। ৩১ডিসেম্ভর শুক্রবার সন্ধ্যায় শহরে কোর্ট পয়েন্ট এলাকায় এ সভা অনুষ্টিত হয়। সমিতির সভাপতি আবুল হোসেন আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত বার্ষিক সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, সমিতিরি প্রধান উপদেষ্টা আব্দুল বাতেন মোল্লাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, সমিতির উপদেষ্টা সদস্য জামাল উদ্দিন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সমিতিরি সদস্য ইয়াদ আলী, আব্দুল কাদির, আব্দুল হালিম রেজা, নুর নবী, আমিনুল ইসলাম, আনছার আলী, আব্দুল হাই, শাহিন আলম, লিপু মিয়া, আকবর হোসেন। এসময় সভায় সমিতির সদস্য কয়েছে মিয়া, জাহাঙ্গীর হোসেন, আশ্রাফ আলী, মঞ্জু দাস, বাবুল মিয়া ও বুলবুল আহমদ সহ প্রমূখ সহ অর্ধ শতাধিক ওয়ার্কসপ মালিক ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সমিতির প্রতি সদস্যদের মাঝে সমিতির পেষ্টোন ও নতুন সদস্য কার্ড প্রদান করা হয়েছে। সভা শেষে উপস্থিত সকল সদস্যদের মাঝে সমিতির পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।##