ছাতক প্রতিনিধিঃঃ
ছাতকে থানা পুলিশের উদ্যোগে নৌ-পথে চাঁদাবাজী বন্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার, (ছাতক সার্কেল) মো. বিল্লাল হোসেন।

থানার ওসি শেখ মো.নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক হাবিবুর রহমান (পিপিএম) এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, থানার ওসি (অপারেশন) মো.মিজানুর রহমান, ছাতক রিপোটার্স ইউনিটির সদস্য সচিব সাংবাদিক শাহ্ মো.আখতারুজ্জামান, পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক, নৌ-পরিবহন মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক সালেহ আহমদ, ছাতক বাজার একতা বালু উত্তালন ও সরবরাহকারী ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মিজানুর রহমান চৌধুরী, ব্যবসায়ী হাজী নজরুল ইসলাম, খালেদ মিয়া, আবু সাইদ, শাহীন আহমদ প্রমুখ।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সুরমা নদীর লাফার্জ-হোলসিম কোম্পানী সংলগ্ন ফেরীঘাট ও ছাতকের তিন নদীর মোহনায় নিয়মিতই চলন্ত নৌযান থেকে অবৈধ চাঁদাবাজি হচ্ছে। নৌপথে চাঁদাবাজির গডফাদারদের আটক করে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবী জানানো হয়।

সভায় সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, গত এক বছরে নৌপথে চাঁদাবাজির ঘটনায় থানায় দ্রুত বিচার আইনসহ ১২টি মামলা করা হয়েছে। এখন থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনেই মামলা নেয়া হবে। অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রনে আনতে তিনি সকলের সহযাগিতা কামনা করেন।

এসময় নৌ-পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মো.সাইফুল ইসলাম, পৌরসভা ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইরাজ মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নাজীমুল হক, ব্যবসায়ী মো.লিটু মিয়া, রাসেল মাহমুদ, ছাতক বাজার একতা বালু উত্তালন ও সরবরাহকারী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবলু হোসেন সাহেদ, সাধারন সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক আব্দুর রহমান, ব্যবসায়ী খাইরুল বশর, মুরাদ আলী, মামুন মিয়া, জিল্লুল হক, রশিদ আলীসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *