ঢাকা অফিস

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় (বেবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রেজোয়ান হক মুক্ত ও সাধারণ সম্পাদক হিসেবে শাওন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৬ষ্ঠ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাসান ওয়ালী, সহ-সভাপতি ওয়ালিদ হাসান লাবু, সহকারী সাধারণ সম্পাদক জয়ীতা বর্ষা ও মাসুদ মেসবাহ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার অপূর্ব, কোষাধ্যক্ষ রাকিব হাসান সুজন, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসমাউল মুত্তাকিন, সাংস্কৃতিক সম্পাদক দিয়াত মাহমুদ সাকিল, ক্রীড়া সম্পাদক শাজাহান শান্ত, সমাজ কল্যাণ সম্পাদক জুনায়েদ হাসান। কমিটিতে কার্য-নির্বাহী সদস্য হিসেবে আছেন মেহরাজ কবির, সাইমুম মুবিন পল্লব, হাবিবুর রহমান, উম্মে নাহেলা বর্ষা।

কমিটিতে পরবর্তীতে পূরণ করার জন্য দুইটি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন