শেখ সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিক কলহের জের ধরে ছেলের কোদালের কোপে মা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার শেহলাবুনিয়া এলাকায় মর্মান্তিক এঘটনা ঘটে। নিহত শৈবালীনি রায় (৬০) মোংলা উপজেলার শেহলাবুনিয়া গ্রামের হোমিও চিকিৎসক ক্ষিতিশ চন্দ্র রায়ের স্ত্রী। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুব্রত রায়(৪৭) ও তার স্ত্রী সুচিত্রাকে (৩৫) আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে শৈবালীর মৃত্য হয় বলে চিকিৎসক জানিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসি জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার নিজ বাড়ীতে বসে পশু চিকিৎসক সুব্রত রায় তার স্ত্রীর সাথে মায়ের কলহের কারনে মা শৈবালীনিকে কোদাল দিয়ে আঘাত করলে তিনি মারা যান। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার ও ঘাতক ছেলেসহ তার স্ত্রীকে আটক করে।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ছেলের হাতে মায়ের খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন