কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সাধারণ মানুষকে তাদের কাঙ্খিত সেবা প্রদানে দায়িত্বশীল ভূমিকা রেখে প্রশংসিত জনবান্ধব চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান (শাহীন)। চিলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম এর মৃত্যুজনিত কারণে গত উপজেলা পরিষদ উপ-নির্বাচনে অংশ নিয়ে অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান (শাহীন) ১ম উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। অল্প সময়ে চিলমারী উপজেলাবাসীকে নাগরিক সেবা প্রদানের মাধ্যমে একজন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান হিসেবে সবার আস্থা অর্জন করে। পরবর্তীতে গত ৮ মে চিলমারী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান (শাহীন) আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ভোটের মাধ্যমে পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। চিলমারী উপজেলার সড়ক যোগাযোগ থেকে শুরু করে সার্বিক সকল কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন সর্বাত্মক ভাবে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি বন্যায় চিলমারী বন্যা দুর্গত মানুষের পাশে অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান (শাহীন) সরকারি ত্রাণ সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। অপ্রতুল ত্রাণ সহায়তা হলেও তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিয়েছেন। চিলমারী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান (শাহীন) কাজ করে যাচ্ছেন। বিভিন্ন বিষয় নিয়ে চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান (শাহীন) জানান, মানুষের জন্য কাজ করছি। আমি চিলমারীর সন্তান। চিলমারীর উন্নয়নই আমার স্বপ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *