এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্যাপক ভাবে পালন উপলক্ষ্যে দিনাজপুরের খানসামায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গ্রামীণ শহর পাকেরহাটস্থ চরণকালী মন্দিরে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ধীমান দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সদস্য দীনেশ চন্দ্র রায়,হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের খানসামা উপজেলা শাখার সভাপতি অতুল চন্দ্র রায়,সাধারন সম্পাদক অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক ডা.জীতেন্দ্র রায়সহ ছয়টি ইউনিয়ন কমিটির সভাপতি/সাধারন সম্পাদক,উপজেলার বিভিন্ন মন্ডব কমিটির সদস্যবৃন্দ।
সভায় আগামী ৩ সেপ্টেম্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে শোভাযাত্রা,প্রসাদ বিতরণ ও বিকেলে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।