নাটোর প্রতিনিধি ঃ
লালপুরে জমি কিনে বিপাকে পড়েছেন নাছিমা বেগম(৩৫) নামের এক মহিলা। তিনি উপজেলার কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। অসহায় হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আর সে কারণে দেশিয় অস্ত্র নিয়ে নাছিমা বেগমের পরিবারে লোকজনকে হত্যার উদ্যেশে এলাকায় ঘোরাফেরা করছেন জমি বিক্রেতা ভাষান সরকার(৩৯) সহ তার লোকজন। এ নিয়ে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন এই অসহায় পরিবারটি। প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বামী ছেলে নিয়ে নাছিমা বেগম। ভুক্তভুগি নাছিমা বেগম বলেন, ভাসান সরদার ও তার স্ত্রী জমি বায়না করে নগদ টাকা নিয়ে এখন নানা রকম টালবাহানা করছেন। এমনকি আমি এবং আমার পরিবারের লোকজনকে একাধিক হত্যার হুমকি দিয়ে দেশিও অস্ত্র নিয়ে হত্যার উদ্যেশে তাড়া করেছেন। দেশিয় অস্ত্র নিয়ে সবসময় পাড়া মহল্লায় সহ সব যায়গায় ঘোরাফেরা করছেন। তারা আমি এবং আমার পরিবারের লোকজনকে যেখানেই দেখছে সেখানে আক্রমণ করছে। এ ঘটনায় গত ৩০/০১/২০১৮ তারিখে মামলা করলে আমার উপর ভাসান ও তার স্ত্রী খাদিজা বেগম আরো বেশি ক্ষিপ্ত হয়। সে কারণে বৃহস্পতিবার(০১ ফেব্রুয়ারী) আমার বড় ছেলে রাসেল(২১) দোকান থেকে বাড়ি ফেরার পথে অতর্কিত হত্যার আক্রমণ চালালে সে দৌড়ে পালিয়ে যায় এবং এলাকাবাসী তাকে উদ্ধার করেন। আমি এখন প্রাণের ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তিনি আরো বলেন, লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান গ্রামের হোসেন সরদারের ছেলে ভাসান সরদার ও তার স্ত্রী খাদিজা বেগমের কাছ থেকে ঘাটচিলান মৌজার জেএল নং ১৮৬ আর এস খতিয়ান নং ৫০ দাগ ৮৮৪ আরএস দাগ ১০১৩ এর ৫১ শতাংশের ৪শতাংশ এবং এস আর,খতিয়ান-১২, আর এস খতিয়ান নং ১৮৬, এস, এ দাগ নং-৮৮৫, আর, এস দাগ নং-১০১৪ এর ৪২ শতাংশের ৪ শতাংশ করে সাড়ে তিন লাখ টাকা মূল্যের মোট ৮ শতাংশ ধানী জমি তিন লাখ টাকা ভাসান ও তার স্ত্রী খাদিজাকে বায়না দিয়ে ক্রয় করি। এরপর বাকি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করার কথা থাকলেও তিনি নানা টালবাহানা শুরু করে। এমনকি ভাসান তাকে জমি বা টাকা ফেরত না দিয়ে উল্টো ভয়ভীতি দেখায়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু ওবায়েদ বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *