ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের চিনিকল রোড থেকে মিছিলটি বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে শহর বিএনপি আহ্বায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব ও জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দরা।