ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
২৭ সেপ্টেম্বর২২, মঙ্গলবার বেলা আনুমানিক ২: ৩০ মিনিটে জয়পুরহাটে জানিয়ার বাগানে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, সাজেদা ইসলাম নামে গৃহিণী আনুমানিক বয়স ৩৭ বছর বেলা ২:৩০ মিনিটে জয়পুরহাট সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন। জানা গেছে নিহত সাজেদাএকজন গৃহিণী এবং তার স্বামী হাফিজুল ইসলাম একজন প্রাইভেট চাকরিজীবী । তিনি গত বছর নভেম্বর মাসে এ বাসায় ভাড়া নেয় । তিনি পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।নিহত সাজেদা ইসলামের দুইটি কন্যা সন্তান বড় মেয়ে হাবিবা তিনি ঢাকায় এআইইউবি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। দ্বিতীয় কন্যা আরিফা ইসলাম এবার এসএস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন । আজকে পরীক্ষা দিয়ে এসে হঠাৎ করে আরিফা তার মা এর লাশ দেখতে পেলে । জয়পুরহাট সদর থানা পুলিশকে খবর দিলে আনুমানিক বেলা ৩.৩০ মিনিটে লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করার সময়ে নিয়ে আরিফা ইসলামের মা হাত দুটি পিছনে বাঁধা ছিল ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাছাড়া ফ্লোরে কিছু রক্ত দেখা গিয়েছে এবং আসবাবপত্র এলোমেলো ছিল। তার মেয়ে আরিফা আহাজারি করে বলেন যে আমার মাকে হত্যা করা হয়েছে এবং আমাদের সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গিয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি তাদের কাজের মেয়ে এ হত্যার সাথে জড়িত আছে বলে তিনি মনে করেন। অন্যদিকে ওসি সিরাজুল ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন যেহেতু লাশের পিছনে দুইটা হাত বাধা ছিল এবং গলায় কাপড় পেঁচানো ছিল সুতরাং প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা হত্যা করা হয়েছে।