ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে আক্কেলপুর উপজেলায় ডিবি পুলিশ ও আক্কেলপুর থানা পুলিশ যৌথ অভিযানে ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিচ ইয়াবা, ও একটি প্রাইভেট কার (যার নম্বর -ঢাকা মেট্রো-গ ৩৯-০৬১৩) সহ ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ পুলিশ বাহিনী।
গতকাল সন্ধ্যায় (৪ তারিখ রোজ মঙ্গলবার) জেলা পুলিশ সুপার, মুহম্মদ আবদুল ওয়াহাব এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশ এবং আক্কেলপুর থানা পুলিশ কর্তৃক আক্কেলপুর থানাধীন গোপীনাথপুর ইউপির সোনামুখী মোড়ে বড় মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে যৌথ অভিযানে মাদক দ্রব্য সহ মাদক ব্যবসায়ী ও প্রাইভেট কারসহ আটক করা হয়।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার ও আক্কেলপুর থানা পুলিশের তথ্যসূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার,কোতোয়ালি থানার,কুমিল্লা চকবাজার, মৃত আব্দুস সাত্তার এর ছেলে রুবেল।(৩৩)
জয়পুরহাট সদর উপজেলার সাকিদার পাড়া সোলেমান প্রামানিক,এর মেয়ে নাজমা(৪০)
কুমিল্লা, চান্দিনা থানার সাইকোট গ্রামের সুলতান এর মেয়ে নাসরিন(২৫),
কে গ্রেফতার করে আক্কেলপুর থানা ও ডিবি পুলিশ।
পরবর্তীতে আক্কেলপুর থানা সুত্রে যানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করেন ।