ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন প্রধান তার ঘনিষ্ট বন্ধু যুবদল নেতা মহিবুল ইসলাম রাজীবের বউকে নিয়ে পালিয়ে যাওয়ায় জেলা জুড়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে।
জেলা ছাত্রদলের সভাপতি মামুন সাবেক বিএনপির এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়াণ বিএনপি নেতা মরহুম মোজাহার আলী প্রধানের ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন প্রধান।
শহরের শান্তিনগর এলাকার যুবদল নেতা রাজীবের বউকে নিয়ে পালানোর ঘটনা সঠিক।
আজ বৃহস্পতিবার ১১ই জানুয়ারি, জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন রাজীবের পরিবার।
এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *