ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধি,

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কেন্দ্রীয় মসজিদ চত্ত্বরে জেলা যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম সোলায়মান আলী, সাধারন সম্পাদক জাকির হোসেন। জেলা যুবলীগের সভাপতি সুমন কুমার সাহার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সহ সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ।
অনুষ্ঠানে জেলা যুবলীগের সাধারন সম্পাদক রাসেল দেওয়ান মিলনের সঞ্চালনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান বক্তা রাজু আহম্মেদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন নিয়ে এগুচ্ছে সুষ্ঠ নির্বাচনের ধোয়া তুলে আবারো নাশকতার চেষ্টা করছে। বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারবেনা বলে বিদেশীদের কাছে ধরনা ধরে নির্বাচনে জিততে চায়। তিনি বলেন, উন্নয়নের স্বার্থেই জনগন আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। নির্বাচনের নামে দেশে বিশৃঙ্খলা করলে যুবলীগ রাজপথে বিএনপি জামায়াতের মোকাবেলা করবে বলে হুশিয়ারী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *