ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগের দলীয় কাযার্লয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে
শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় জেলা যুবলীগের আহবায়ক
রাসেল দেওয়ান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী
লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জাহিদুল আলম বেনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, প্রচার
সম্পাদক মাসুদ রেজা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।