ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হামিদুল (৪৫) ইসলাম নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
রবিবার (০৪ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট – আক্কেলপুর সড়কের পাকারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদুল কালাই উপজেলার দক্ষিন পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ছিলেন।
জানা গেছে, নিহত হামিদুল ও তার ছেলে ইট কেনার জন্য বাড়ি থেকে অটোভ্যানযোগে জয়পুরহাটের জামালপুর এলাকার একটি ইটভাটায় যাওয়ার সময় পাকার মাথা মোড়ে আক্কেলপুর থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হামিদুলের মৃত্যু হয়।
জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে প্রেরণসহ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।