ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ২টি গাঁজা গাছসহ মাদক কারবারী আলিমকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত আলিম আকন্দ জয়পুরহাট জেলার সদর থানাধীন ফানাইকুশলিয়া ঘোনাপাড়া এলাকার মৃত দাইমুল্লাহর ছেলে।

র‍্যাব জানান, গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে ফানাইকুশলিয়া ঘোনাপাড়া এলাকা থেকে গতকাল রাতে ‌র‍্যাবের একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তার বসত বাড়ি তল্লাশি করে বাড়ির আঙ্গিনা থেকে অবৈধ মাদকদ্রব্য ১.১ কেজি ওজনের ২ গাঁজা গাছ উদ্ধার করে।

আলিম একজন চিহ্নিত মাদক কারবারী। সে নিজ বসত বাড়িতে গাঁজা চাষ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন