এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর গ্রামে জলাবদ্ধতার ফলে আবাদী প্রায় ৫০ বিঘা জমি পুকুরে পরিণত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে ধান রোপণসহ চাষাবাদ।
 
মঙ্গলবার (৩আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রামনগর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে জলাবদ্ধতার কারণে তিন ফসলি জমি এখন এক ফসলি জমিতে পরিণত হয়েছে। এখন কেবল বোরো মৌসুমে একবার ধান উৎপাদন করতে পারছেন এ এলাকার কৃষকরা। বিশাল এলাকা জুড়ে পানি আর শেওলা। যখন উপজেলা জুড়ে পানির অভাবে সেচ যন্ত্রের সাহায্যে কৃষকরা আমনের চারা রোপণ করতেছে তখন রামনগর এলাকায় প্রায় ৫০ বিঘা জমি জলাবদ্ধতার কারণে পরে আছে। আবার কোথাও পাটের জাক দেওয়া হয়েছে। এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
 
রামনগর এলাকার নাসির উদ্দীন ও ছকিমউদ্দীনসহ ভুক্তভোগী কৃষকরা বলেন, গত ৩ বছর আগে স্থানীয় সাফিয়ার রহমান পানি পারাপারের কালভার্ট বন্ধ করে দিয়ে বাড়ি নির্মাণ করে। তখন থেকেই জলাবদ্ধতার কারণে ৩ ফসলি জমিতে বছরে এক বার আবাদ করতে হচ্ছে। কালভার্টের মুখ খুলে দিয়ে ৫০/৬০ ফুট দীর্ঘ একটি ড্রেনেজ ব্যবস্থা করা গেলেই পানি নিস্কাশনের মাধ্যমে এসব জমিতে বছরে তিন বার ফসল উৎপাদন করা সম্ভব হবে। আয়ের প্রধান উৎস ব্যাহত হওয়ায় গত ৩ বছর ধরে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানায় কৃষকরা।
 
ভাবকি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, কালভার্টের মুখে বাড়ি নির্মাণ হওয়ায় পানি যাওয়া বন্ধ হয়েছে। এজন্য জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত বছর শেষের দিকে পাইপের সাহায্যে জলাবদ্ধতা নিরসন করে আংশিক আমন চাষ করা হয়েছিল। তিনি আরো জানান, জলাবদ্ধতা দূরীকরণে উপজেলা প্রশাসন ও সংশি­ষ্ট বিভাগের সাথে পরামর্শ করে স্থায়ী সমাধান গ্রহন করা হবে।
 
এপ্রসঙ্গে ইউএনও কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, জলাবদ্ধতার বিষয়ে অভিযোগ পেয়েছি। জলাবদ্ধ ফসলের মাঠ সরেজমিনে পরিদর্শনের করে দ্রুত জলাবদ্ধতা সমস্যা সমাধান করা হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *