মমিনুল ইসলাম বাবু,কুড়িগ্রামঃ
জহিরন বেওয়ার “মোর নামটাও নোকো বাবা” শিরোনামে সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জহিরন বেওয়ার পাশে রংপুর কেমিক্যাল লিঃ ও রংপুর লিফ টোবাকোর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনু পাশে দাড়িয়েছেন। তিনি অসহায় এ ব্যক্তির জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা ও বাঁধের নিচে বসবাসকারী বেশ কিছু পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পাঠিয়ে দেন। এ অর্থ শুক্রবার বিকেলে পৌছে দেন স্থানীয় সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, চিলমারী প্রেস ক্লাব সহ- সভাপতি মমিনুল ইসলাম বাবু, আনন্দ টিভি জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, উপজেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক ফাহমিদুল হক প্রমুখ।