লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে জাগো বাহে তিস্তা বাঁচাই” শীর্ষক যৌথ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তুষভান্ডার মহিলা কলেজ মাঠে “জাগো বাহে তিস্তা বাঁচাই”কার্যক্রমের এ যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন ,সভায় তিস্তা বাঁচাই আন্দোলনে আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহন বিষয়ে সকলের মতামত গ্রহন কর হয়। সভায় বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ আর ভোগান্তি লাঘবে আর তিস্তা নদীকে মানুষের কল্যাণে ব্যবহারের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত সকলকে মাঠে থাকতে হবে। এ জন্য আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর দুই পাড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে সরকারকে জানান দেয়া হবে। তিস্তা বাঁচার এ আন্দোলনে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।