কলমে- মোল্লা হারুন উর রশীদ

স্বার্থ ছাড়া বন্ধু খুজছি
হাটে ঘাটে
ঘটে মাঠে
মুখে, সমাজে সন্মাননায়
সবখানে স্বার্থপরতা চারিদিকে দেখছি।

আজব পৃথিবী গ্রহে
আজব মানুষ।
এত নকল
সন্মান নিয়ে
কেনো চলছি মোরা বহমান।

হ্যাঁ এটা কালচার
এটা নেশা
এটা কৌশল
সর্বত্রই চলছে বহমান।

নকলের ভিরে
আসল ম্লান।
এটাই যদি হয়
আসলরা কবে পাবে সন্মান।

আমি বিদ্রোহী নই
মোরা স্বার্থের বেইমান।

শতবছর পর পৃথিবীর রুপ পাল্টে
তাহলে নকল পাবে কেনো সন্মান।

আমি চিনেছি
আমি দেখেছি তাদের
বিদ্যান গুনি
জ্ঞানী হয়েও
মুল্যায়ন হচ্ছে না তাদের।

ঠেকাও হে গুনি জ্ঞানী
তোমরা জাগ্রত হও
জাগ্রত করো বিবেক তোমাদের।
ছোটদের শিখাও ভেদাভেদ।
ভুল পথে চলতে দিওনা তাদের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *