মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজঃ
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ১৭ মার্চ ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ৯ঃ৩০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলাপুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার(সিআইডি)মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল)জনাব এএইচএম মাহফুজুর রহমানসহ কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১,ওসি ডিবি, টিআই-১ সদর ট্রাফিক, আরআই পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ও কুড়িগ্রাম জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শণ করেন।