মনিরুল ইসলাম মিলন, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি ॥
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ” থাকলে কন্যা সুরক্ষিত দেশ হবে আলোকিত ” শ্লোগানে জাতীয় কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বিল্ডিং বেটার ফর গার্লস প্রকল্পের উদ্যোগে মমিনগঞ্জ বাজারে একটি বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আলোচনা সভা করে। সমাজ সেবক আজিজার রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বল্লভেরখাস ইউনিয়ন চেয়ারম্যান আকমল হোসেন, মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, ধারিয়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সমাজ সেবক সামছুল আলম, প্রকল্পটির নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের ফেসিলিটেটর বিবেকানন্দ বিশ্বাস, ইউনিয়ন যুব ক্লাবের সদস্য বৃন্দসহ অত্র এলাকার সুধী সমাজ প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।