ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা চাকুরি জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে। বাংলাদেশ শিক্ষক সমিতি, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ফুলবাড়ী বাজারের তিনকোনা মোড়ে এ মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ এ সময় বিভিন্ন প্রকার ব্যানার, ফেষ্টুন সহ শিক্ষক কর্মচারীদের বুকে জাতীয় করনের এক দফা দাবী সম্বলিত লেখা পোস্টার বহন করছিলেন। অনুষ্ঠানে ৩০টি বিদ্যালয়ের ৭শ শিক্ষক কর্মচারী অংশগ্রহন করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন- ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কানাই চন্দ্র লাল, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, গংগার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক ,রাবাইতারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসেন আলী ব্যাপারী, মিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ,উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হিরু ,বেড়াকুটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান ,কাশিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নমিজুল ইসলাম রঞ্জ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *