কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে ফ্রী করোনা টিকা রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৪আগষ্ট) দুপুরে পরাতন শহর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজ কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোস্তফা কামাল মিরাজ, সদস্য সচিব মোন্নাফ হাসান, যুগ্ন আহবায়ক রতন আহমেদ লিটন।
করোনা মোকাবেলায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে গণ টিকা কার্যক্রম সফল করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজক রা জানান।