বালাগঞ্জ সংবাদদাতাঃ
জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের
আস্থা বেড়েছে-
ওসমানীনগরে যোগদান
অনুষ্টানে এমপি এহিয়া
বন ও পরিবেশ
মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য
ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি বলেছেন,
বর্তমান সরকারের সকল উন্নয়নে
জাতীয় পার্টি সহায়ক ভূমিকা রাখছে।
উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী
পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর
অতিত উন্নয়নের ধারাবাহিকতায় সাধারণ
মানুষের ভালবাসা নিয়ে জাতীয় পার্টি হত
দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে
যাচ্ছে। ফলে জাতীয় পার্টির প্রতি সাধারণ
মানুষের আস্থা ও ভালবাসা ক্রমেই বৃদ্ধি
পাচ্ছে। সহিংস রাজনীতির চর্চা পরিহার
করে মানুষ আজ জাতীয় পার্টির ছায়াতলে
আশ্রয় খুঁজছে। শনিবার ওসমানীনগর
উপজেলার উমরপুর বাজারের একটি
কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার
মাহফিল পূর্ব যোগদান সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায়
উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-
সভাপতি খলকু মিয়া সহ আওয়ামীলীগ ও
অঙ্গ সংগঠন থেকে বেশ কয়েক
নেতাকর্মী এমপি এহিয়ার হাতে ফুল দিয়ে
জাতীয় পার্টিতে যোগদান করেন।
যোগদান সভায় অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন, সিলেট জেলা
পরিষদের সদস্য আশিক মিয়া, উপজেলা
জাপা’র সভাপতি সুফি মাহমুদ, সাধারণ সম্পাদক
মকবুল হোসেন, জাপা নেতা তাজিদ বকস
লিমন, মখলিছ মিয়া, আজিজুর রহমান, মুজিবুর
রহমান, ইসতিয়াক চৌধুরী, ইউপি সদস্য
আমিরুল ইসলাম সিকদার, জাপা নেতা রানা মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *