বেলাল হোসেন,জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজার জেলায় আগামী ৩ জুন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুল হক চুন্নু (এমপি) আগমন উপলক্ষে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের জুড়ীতে সাংগঠনিক সফর ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
২৮ মে শনিবার বেলা ২টায় এম জেড কমিউনিটি সেন্টার সংলগ্ন জাতীয় পার্টির কার্যালয়ে বড়লেখা, জুড়ী ও কুলাউড়ার নেতৃবৃন্দ ফ্লোরিডা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এম এ মালিক সাচ্চু’র সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও জাতীয় পার্টির মহাসচিবের আগমন উপলক্ষে করনীয় বিষয় মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক তজমুল হোসেন চৌধূরী, মো. দরুদ আলী, এড. আফজাল হোসেন, সাবেক সিনিয়র য্গ্মু সাধারণ সম্পাদক মাহমুদ রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ আকমল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলে মৌলা চৌধূরী ফুয়াদ, জুড়ী উপজেলা জাতীয় পার্টি সাবেক সহ সভাপতি আনোয়ারুল হক আনু, মৌলভীবাজার জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব দেলোয়ার হোসেন সাঈদী, আহবায়ক কমিটির সদস্য জহিরুল আলম মোরশেদ, জুড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য ডা. আল আমিন তালকুদার, আল আমিন আমহদ প্রমুখ।
Organizational visit and discussion meeting of district leaders in Juri on the arrival of Jatiya Party General Secretary

Belal Hossain, Juri Reporter
Moulvibazar district on June 3, the secretary general of the Jatiya Party, former minister, heroic freedom fighter Ed. On the occasion of the arrival of Mujibul Haque Chunnu (MP), an organizational tour and discussion meeting was held with the leaders of district Jatiya Party.
The leaders of Baralekha, Jury and Kulaura held a courtesy meeting with Florida Jatiya Party President and District Jatiya Party Joint Convener MA Malik Sachu at the Jatiya Party office adjacent to the MZ Community Center at 2 pm on Saturday, May 26 and exchanged views on the arrival of Jatiya Party General Secretary. District National Party joint-convener Tajmul Hossain Chowdhury was present at the time. Darud Ali, Ed. Afzal Hossain, former senior YGMU general secretary Mahmud Rahman. Among others present were Kulaura Upazila Jatiya Party President M Lutful Haque, Organizing Secretary Sheikh Akmal Hossain, Former General Secretary Fazle Maula Chowdhury Fouad, Juri Upazila Jatiya Party Former Co-President Anwarul Haque Anu, Moulvibazar District National Youth Solidarity Member Secretary Delwar Hossain Sayedee, Convener Committee member Zahirul Alam Morshed, Juri Upazila National Youth Solidarity member. Al Amin Talqudar, Al Amin Ahmad etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *