এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” স্লোগানে ২৮ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন সাংবাদিকদের সাথে মৎস্য সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে ও প্রচারণা বিষয়ে মতবিনিময় করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন বলেন, মৎস্য সপ্তাহের এই সাত দিনে মৎস্য সেক্টরে বর্তমান সাংবাদিকগণের অগ্রগতি ও সাফল্য বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎসজীবি ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় ও পরামর্শ প্রদান, পুকুরের পানি ও মাটি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন খানসামা প্রেসক্লাবের সহ-সভাপতি তফিজ উদ্দিন, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস.এম.রকি এবং বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার প্রতিনিধিগণ।