মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষা কমিটি ও যাচাই বাছাই কমিটির সদস্যগন বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, শ্রেণি শিক্ষক, শিক্ষার্থী, গার্লস গাইড, রোভার স্কাউট নির্বাচিত করেছেন।
নির্বাচনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নান্দেড়াই দারুল হদা কামিল মাদ্রারাসা, বৈকন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, খোচনা এস,সি স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠান প্রধান হিসেবে চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন সরকার, জয়পুর ফতেহ আলী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হায়দার আলী, বৈকন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতারা বেগম।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে পলাশবাড়ী জব্বারিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক আব্দুস সালাম, চিরিরবন্দর টেকনিক্যাল এন্ড বিএম ইনষ্টিটিউটের প্রভাষক মোফাজ্জল হোসেন, চিরিরবন্দর মহিলা কলেজের প্রভাষক নিখিল রঞ্জন রায় ও চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকছেদ আলী। শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে খোচনা এস,সি স্কুল এন্ড কলেজের বৃষ্টি রায়, চিরিরবন্দর টেকনিক্যাল এন্ড বিএম ইনষ্টিটিউটের রাজীব হোসেন, ইছামতি ফাযিল মাদ্রাসার শামিনুর রহমান ও আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আতকিয়া মাইশা।
শ্রেষ্ঠ রোভার হিসেবে দারুল ফালাহ আলিম মাদ্রাসা ও বিএম কলেজের প্রভাষক আবু বক্কর সিদ্দিক, শ্রেষ্ঠ গার্লস গাইড বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছারা তৈফুর বেগম, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক আউলিয়াপুকুর হাই-উল- উলুম ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক জমশেদ আলী, শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ রোভার দারুল ফালাহ আলিম মাদ্রাসার ও বিএম কলেজের শিক্ষার্থী রায়হান আলী, শ্রেষ্ঠ গার্লস গাইড হিসেবে নওখৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাদিরা পারভীন।
শ্রেষ্ঠ স্কাউট চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্র্থী আল-আমিন সরকার। শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ গার্লস গাইড হিসেবে চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়কে নির্বাচিত করেছেন।