কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুক্রবার (১৫ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৭৭ রানে বর্ডার গার্ড স্কুলকে পরাজিত করেছে।
টসে জিতে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৩৫ ওভারের খেলায় ৩১ দশমিক ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মো. আশিক সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করে। জবাবে বর্ডার গার্ড স্কুল কৌশিকের বোলিং তোপে ২৫ দশমিক ১ ওভারে মাত্র ৬৬রানে গুটিয়ে যায়।
কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বোলার কৌশিক ৫ দশমিক ১ ওভার বল করে ৫ উইকেট হাতিয়ে নেয়। খেলায় কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৭৭ রানে জয়লাভ করে। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ বাবুল, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, জেলা ক্রিকেট আম্পায়ারস এসোসিয়েশনের সেক্রেটারী নুরুন্নবী বুলু প্রমুখ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যস্থাপনায় ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারে প্রতিযোগিতায় মোট ৪টি স্কুল অংশ নিচ্ছে। অপর স্কুল দুটি হচ্ছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ। আগামি ২৩ এপ্রিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।