মোঃ হাসান আলী (সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, মির্জা ফখরুল জামায়াত ইসলামের রক্ষক। জামায়াতকে রক্ষার এজেন্ডা পালনের জন্য বিএনপি নামক একটি অরাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি সন্ত্রাসীদের লালন করছেন।
তিনি বলেন, বিশ্ববাসীর কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত পাচ্ছে, তখনও আপনি (ফখরুল) বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখতে পান না। আপনি দেশটি ধংস হয়ে যাচ্ছে বলে আক্ষেপ করেন। আপনি খুনীদের আজ্ঞাবহণ কারী, আপনি দুর্নীতিবাজদের রক্ষক, আপনি যুদ্ধাপরাধীদের বন্ধু হিসেবে আপনিই প্রকৃতপক্ষে বাংলাদেশ বিরোধী, আপনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা কিছুই দেখতে পাচ্ছে না দেশের মানুষ।
রবিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি আরও বলেন, আপনি রাজাকারের ছেলে হয়েও নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করেন। কিন্তু আপনি ভুলে গেছেন যে বিএনপি বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে। যারা কালো আইন জারী করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার বিচারের পথ বন্ধ করে রেখেছিল। আপনি তাদের পুর্নবাসন করেছেন। আপনি জামায়াত নেতা নিজামীর আন্ডারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তখন আপনার আদর্শ কোথায় ছিল। আপনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে দাবী করতে পারেন, কিন্তু বাংলার মানুষ আপনাকে কখনো মুক্তিযোদ্ধা মনে করে না। কারন আপনি হলো মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের রক্ষক এবং বঙ্গবন্ধুর হত্যাকারীকে আজ্ঞাবহ।
এর আগে সকাল সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ার“ল ইসলাম বিপুল, সদস্য ইমেলদা হোসেন দীপা ও সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, ১০ বছর পর এ সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সন্মেলনে সভাপতি পদে ৭জন এবং সাধারন সম্পাদক পদে ৬জন মিলে মোট ১৩ জন প্রার্থী হয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত সন্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।