নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে জামায়াত-বিএনপি’র নাশকতা মামলায় মিজানুর রহমান নামে একজনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। ১৮ ডিসেম্বর (সোমবার) বেলা ২:৩০ মিনিটে রাজপাড়া থানাধীন হড়গ্রাম এলাকা থেকে মিজানুর রহমানকে (৪০)আটক করা হয়।
আটক মিজানুর রহমান কাশিয়াডাংগা থানা এলাকার হড়গ্রাম পূর্বপাড়ার আলহাজ্ব শামসুল হকের ছেলে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মিজানুর রহমানকে আটক করা হয়েছে। আটক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৭ নভেম্বর জামায়াত-বিএনপি’র একটি নাশকতা মামলা হয় রাজপাড়া থানায়। (মামলা নং ০৬) ঐ মামলায় আসামীরা ৬ নভেম্বর মহাসড়কে নাশকতা বিশৃঙ্খলা ও জনমনে ভিতি সৃষ্টি করেন। ওইদিন রাত ১১:১৫ মিনিটে রাজপাড়া থানাধীন আলীগঞ্জ অভয়ের মোড় ঈদগাহ মাঠের দক্ষিণে নাটোর হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উপর জামায়াত বিএনপির নেতা ও কর্মী রাস্তার উপর টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ জনগনকে ভিতি সৃষ্টি ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকান্ড করেন। ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও এর অঙ্গ সংগঠন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ ও ‘বিএনপির’ নেতাকর্মীগণ ব্যাপক নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের সাধারন নাগরিকদের জানমাল ও সরকারি সম্পত্তি ধ্বংস করে বলে মামলা সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *