এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ছনকান্দার অসহায় ২’শ নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিটন আকন্দ ও সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদের নিজস্ব অর্থায়নে নিম্নআয়ের ২’শত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল-৫ কেজি, আলু-১ কেজি ও ডাল-১/২ কেজি। জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. ফজলুল হক আকন্দ এ প্রতিনিধিকে জানান- আমার নির্বাচনী এলাকার অসহায় মানুষের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার ওয়ার্ডে এ পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে প্রায় দেড় সহস্রাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও সরকারি যেকোন সহায়তার জন্য আমার নির্বাচনী এলাকার হতদরিদ্রের তালিকা করে জেলা প্রশাসক মহোদয়ের নিকট জমা দেয়াও আছে। তিনি আরো বলেন- আজ (শনিবার) আমি, শহর আওয়ামী লীগের অন্তর্গত ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক লিটন আকন্দ ও রিপন মাহমুদের নিজস্ব অর্থায়নে ছনকান্দায় ২’শত নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলাম। আমার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ত্রাণ বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।