এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা অসহায় মানুষেরা ত্রাণ সামগ্রী না পাওয়ায় ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার পৌরসভার ৯নং ওয়ার্ডের ছনকান্দায় জামালপুর-ময়মনসিংহ প্রধান সড়কে নিম্নআয়ের মানুষেরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনকারী নিম্নআয়ের মানুষেরা অভিযোগ করে বলেন- করোনা ভাইরাসের প্রভাবে আমরা ঘরের বাইরে কাজ করতে যেতে পারি না। গত ২-৩ দিন ধরে আমাদের ঘরে কোন খাবার নেই। জেলা প্রশাসন থেকে ত্রাণ বিতরণ করা হলেও আমাদের ঘরে কোন ধরনের ত্রাণ পৌছায়নি। মানববন্ধনকারীরা আরো বলেন- এই এলাকার মেম্বার ফজলুল হক আকন্দ আমাদের গ্রামে কোন ত্রাণ দেন নাই। তিনি শুধু তার নিজ গ্রামে তার স্বজনদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। আমরা ত্রাণ বিতরণে সুষ্ট বন্টন চাই, স্বজনপ্রীতি চাই না।

খবর পেয়ে জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম ও পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ঘটনাস্থল পরিদর্ষন করেন। তারা মানববন্ধনকারীদের আশ্বাস দেন যে- আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মধ্য থেকে নিম্নআয়ের মানুষের তালিকা করে দ্রুত ত্রাণ বিতরণের ব্যবস্থা নিবো। আপনারা সবাই বাসায় চলে যান। পরে প্রশাসনের আশ্বাসে মানববন্ধন শেষ করে নিন্মআয়ের মানুষেরা।

এ ব্যাপারে মুঠোফোনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক আকন্দ জানান, আমি ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণের তালিকা তৈরী করেছি। ইতিমধ্যে দুই ধাপে আমার নির্বাচনী এলাকায় প্রশাসনের উপস্থিতিতে ১২৪ জনের মধ্যে সুষ্ঠ ও সুন্দরভাবে ত্রাণ বিতরন করা হয়েছে। স্বজনপ্রীতির প্রশ্নে তিনি জানান, স্বজনপ্রীতি কিংবা অনিয়ম দূর্নীতির মাধ্যমে কোন ত্রাণ বিতরণ করা হয়নি। প্রশাসনের নিয়ম মেনে দরিদ্রদের তালিকা ধরে ত্রাণ বিতরণ করা হয়েছে। ছনকান্দা গ্রামে অতিদরিদ্র ২৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো দেওয়া হবে। একটি কুচুক্রী মহল আমার সন্মান নষ্ট করতে রাস্তায় লোক দেখানো কর্মসূচি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *