জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর পৌরসভাধীন পলাশগড় এলাকায় অবস্থিত মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৫ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ ( সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল গোলাম মোজাইমেন শাহীন, উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, জেলা শিক্ষা অফিসার মুনিরা মুস্তারী ইভা, স্কুল প্রতিষ্ঠাতার সহধর্মিণী আজিজুন্নাহার খলিল প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন শান্ত।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বলেন, আজকের শিশুরাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়বে, তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা অত্যাবশ্যক।