এস.এম হোসাইন আছাদ, জামালপুর:
জামালপুর সদরের রানাগাছায় ট্রাক চাপায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক মোঃ নিহাত মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পরে ময়মনসিংহ জেলা সদরের কাশর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ট্রাক চালক মোঃ নিহাত মিয়া কাশর লাখি বাড়ী গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান- গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় নিহাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করলে জানা যায়- হালকা যানের লাইসেন্স নিয়ে ৩ বছর যাবত ট্রাক চালাচ্ছেন নিহাত মিয়া। গতি বেশি থাকায় হঠাৎই ব্রেক করলে এই দূর্ঘটনা ঘটে বলে জানান নিহাত মিয়া। চালক নিহাত মিয়াকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। ৯ জুনের এই দূর্ঘটনায় আহত হয় আরো ৩জন। আহতরা ঢাকা ও জামালপুরে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার পর নিহত আব্দুল মজিদের চাচাতো ভাই আরফান আলী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।