এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নে শ্রমিকের শতভাগ উপস্থিতিতে চলছে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের কাজ। বুধবার শরিফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোদাশিমলা বড় মসজিদ মেইন রোড হতে গাইতাপাড়া শাহবাজপুর সীমানা এলাকায় বিকেল ২ টা ৫০ মিনিটে সরেজমিনে গিয়ে লক্ষ্য করা গেছে সেখানে শ্রমিকের শতভাগ উপস্থিতি। শরিফপুর ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ড মিলে “গোদাশিমলা বড় মসজিদ মেইন রোড হতে গাইতাপাড়া শাহবাজপুর সীমানা ও বেড়া পাথালিয়া কপালিপাড়া ব্রীজ হয়ে ডেঙ্গারগড় খলিলুরের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার” ইজিপিপি’র এই প্রকল্পটি।
প্রকল্পটির শ্রমিক সর্দার মাহফুজা বেগম জানান- আমার অধিনে মোট ৭৪জন শ্রমিক কাজ করছে। গোদাশিমলা বড় মসজিদ মেইন রোড হতে গাইতাপাড়া শাহবাজপুর সীমানা পর্যন্ত এই পাশে ৩৭জন ও বেড়া পাথালিয়া কপালিপাড়া ব্রীজ হয়ে ডেঙ্গারগড় খলিলুরের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার কাজে ৩৭জন শ্রমিক কাজ করছে। আমিসহ আমার শ্রমিকরা সকাল ৮টায় আসি আর কাজ শেষ করে বিকেল ৩টায় চলে যাই। এখানে প্রকল্প সভাপতিসহ পরিষদের চেয়ারম্যান আলম ভাই পরিদর্শনে আসেন এবং শ্রমিকের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে থাকেন। আমার অধিনে শ্রমিকরা কোন ফাঁকিবাজি করে না। তারা কাজের বিনিময়ে মজুরি নেয়ার লক্ষেই কাজ করেন।
এ ব্যাপারে শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম আলী জানান- অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প বাংলাদেশ সরকারের একটি মহতী উদ্যোগ। এই প্রকল্পে নিয়োজিত শ্রমিকরা দৈনিক মজুরী হিসেবে ৪০০টা পেয়ে থাকে। এই প্রকল্পের পুরো টাকাতে অসহায় শ্রমিকরা মোটামুটি সচ্ছলভাবে চলতে পারে। চলমান প্রকল্পটির কাজ ৪ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে। আমার ইউনিয়নের ইজিপিপি প্রকল্পের সবকয়টিতে শ্রমিকের উপস্থিতি ৯০-১০০ ভাগ থাকে। শ্রমিকরা কাজের ক্ষেত্রেও খুব মনযোগী। আমি মাঝেমধ্যেই না জানিয়ে প্রকল্পগুলো পরিদর্শনে যাই এবং লক্ষ্য করি শ্রমিকের উপস্থিতিসহ প্রকল্পের কাজগুলো।