এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে সাত বারের মতো সদর থানার শ্রেষ্ঠ ওসি (অফিসার ইনচার্জ) নির্বাচিত হয়েছেন সদ্য ডিবির ওসি পদে স্থানান্তরিত সদর থানার সাবেক ওসি কাজী শাহনেওয়াজ। একই সঙ্গে তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করেছে পুলিশ প্রশাসন। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে মাসিক ক্রাইম কনফারেন্সে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়।

পুলিশ সূত্রে জানায়, অক্টোবর মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে ওসি কাজী শাহনেওয়াজকে সদর থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তিনি এবার নিয়ে পরপর ৭ বারের মতো সদর থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। একই সঙ্গে তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়। শনিবার মাসিক ক্রাইম কনফারেন্সে তাকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার, ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ কুমার প্রমুখ।

জামালপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সদ্য যোগদানকৃত জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী শাহনেওয়াজ বলেন, কাজের স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। আসলে সম্মাননা প্রাপ্তি মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহ যোগায়। আমি যেন আরও বেশি বেশি ভালো কাজ করতে পারি, সেজন্য সবার সহযোগিতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *