জামালপুর প্রতিনিধি ॥
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী মার্কেটের দোকান কর্মচারিসহ জামালপুর পৌরসভার হরিপুর, মাছিমপুর ও বগাবাইদের জোগীরঘোপায় গিয়ে অসহায় নিন্মআয়ের প্রায় ৪’শ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
হতদরিদ্র নিম্নআয়ের মানুষের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এসময় বিএনপি নেতা শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ ও জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহানসহ স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।