এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ ছানোয়ার হোসেন ছানুর পক্ষে ভোট প্রার্থনাসহ প্রচারণা অব্যাহত রেখেছে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২৪ ফেব্রুয়ারী বুধবার বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডের ছনকান্দা, হরিপুর, নয়াপাড়া, ফেরীঘাটসহ বিভিন্নস্থানে ব্যবসা প্রতিষ্ঠানসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন তারা।

জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনের ছেলে রাইসুল হাসান সোয়েব, পৌর আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন, লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলমসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন