জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে কনফিডেন্স ব্যাটারীজ লিমিটেডের পক্ষে ইরা মটরস’র প্রোপ্রাইটর মো. খোরশেদ আলম খান। ১৩ এপ্রিল সোমবার বিকেলে জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের লাঙ্গলজোড়ায় হতদরিদ্র ও নিম্নআয়ের প্রায় ২৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল ৫কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার, আলু ১কেজি, লবন ১/২ কেজি ও সাবান ১টা। জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা অসহায় প্রায় ২৫০টি পরিবারের মাঝে কনফিডেন্স ব্যাটারীজ লিমিটেডের অর্থায়নে ত্রাণ সহায়তা তুলে দেন ইরা মটরস্ এর প্রোপ্রাইটর মো. খোরশেদ আলম খান। সে জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের লাঙ্গলজোড়া গ্রামের আলহাজ মো. ফজলুল হক খানের ছেলে।
ত্রাণ বিতরণের ব্যাপারে জানতে চাইলে বিশিষ্ট ব্যবসায়ী মো. খোরশেদ আলম খান বলেন- মহান আল্লাহতায়ালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু নিয়েই আমি মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আল্লাহ যতদিন আমাকে বাচিয়ে রাখবেন আমি চেষ্টা করবো মানুষের পাশে দাড়াতে, সুখ-দুঃখের ভাগিদার হতে। তার এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
এসময় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক বাবুল খান, সদস্য হারুনুর রশিদ গেদা, ১৫নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. রাকিব খান, ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক মো. রাব্বী খানসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মো. খোরশেদ আলম খানের স্বজনরা ত্রাণ বিতরণকালে অংশ নেন।