এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরদারপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর জেলা কৃষকদল।
জামালপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ মাস্টারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। অন্যান্যের মধ্যে জামালপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও সদর উপজেলা কৃষকদলের সভাপতি সরকার সুলতান আহমেদ বাদশা বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ কৃষকদলের নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে কৃষকদলের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী। এসময় জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জিয়া পরিষদ নেতা অধ্যাপক নওশের আলী, কৃষকদল নেতা সালেহীন শাহীনশাহ, আরিফুল ইসলাম সুজন, নুরুল আমিন মাস্টার, একেএম শফিকুল ইসলাম, এমদাদুল হক, হাফিজুর রহমান মাস্টার, নুরুল ইসলাম বিপ্লব, সাজেদুল ইসলাম সবুজ, মো. আজিম উদ্দিন, মো. এলানুর, সিরাজুল ইসলাম নন্দ, মো. সুরুজ, সাইদুর রহমান, সাদা, মোয়াজ্জেম হোসেন, আলী হাসান ও জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিলসহ কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।