এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৯১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ৪টি ইউনিয়নের কৃষকদের মাঝে সদর উপজেলা কৃষি অফিস চত্তরে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শাখাওয়াত ইকরামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে দিগপাইত, রশিদপুর তিতপল্লা ও কেন্দুয়া ইউনিয়নের ৯১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কৃষি প্রনোদনায় প্যাকেজে জামালপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নের ৯১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে, জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ২০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।