এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদরের বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি ক্লাবের সদস্যদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। শনিবার দুপুরে শহরের খেজুরতলাস্থ তার বাসভবন থেকেই এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় তিনি বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি ক্লাবের সদস্যদের হাতে ক্রিকেট ব্যাট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন, দাবাসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী তুলে দেন।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার হোসেন মহান, সদস্য আবুল মুনসুর, ছানোয়ার হোসেন সবুজ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মেষ্টা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা শ্যামল ও সাধারণ সম্পাদক মুঈন ইয়াজদানী উপস্থিত ছিলেন।